ব্লগে ট্রাফিক ও অর্গানিক ভিউ বাড়াবো কিভাবে Traffic and Organic View
ব্লগ আমরা মোটামুটিভাবে সবাই খুলেছি আবার এডসেন্স একাউন্ট এপ্রুভও পেয়েছি।কিন্তু ট্রাফিক আর অর্গানিক ভিউ আনতে পারি না ।এজন্য কি করতে পারি তাই আজ বিস্তারিতভাবে আলোচনা করবো। প্রথমেই আলোচনা করি ব্লগ সাইটে কিভাবে বেশি বেশি ট্রাফিক নিয়ে আসবো ক্লিক করে বিস্তারিত যেনে নিন ।
অর্গানিক ভিউ আনার জন্য গুগল সার্চ কন্সোল এ পোষ্টটি ইন্ডেক্স করে তা গুগল নিউজ এ পাবলিশ করতে হবে যাতে ভিউ বেশি বেশি আসে। আবার,গুগল ডেপলপার ওয়েব সাইটে প্রফাইল তৈরি করে তা টুইটার, লিংডইন, ফেসবুক পেজ, কোরা, পিন্টারেস্ট ইত্যাদিতে শেয়ার দিন কারণ ব্লগের শেয়ারিং ব্যাক লিঙ্ক এ এসমস্ত লিঙ্ক দেওয়া আছে তাই। তবে অতিরঞ্জিত কিছু করা যেন না হয়। নইলে গুগল এমনিতেই ট্রাফিক ও ভিউ কমিয়ে দিবে। তাই অবস্থা বুঝে পদক্ষেপ নিতে হবে।
এরপর জেনে রাখা ভাল প্রতিদিন অন্তত একটি করে পোস্ট দিতে হবে গুগল এসইও ৯৯% বা ১০০% হয়। প্রতিদিন একটি করে পোস্ট ব্লগে পাবলিশ করতে হবে ।
ওয়েব স্টরিস এ সাইট বা পোস্ট তৈরি করে গুগল ট্রেন্ডস অনুযায়ী ইন্ডিয়া, আমেরিকা, ব্রাজিল ইত্যাদি দেশের আপডেট খবরগুলো ওয়েব স্টরি তৈরি করে তা ভিউয়ার্সদের সম্মুখে তুলে ধরে ভাবমূর্তি প্রকাশ করা।
আবার, CSS অনুযায়ী ইমেজ গ্যালারি তৈরি করে তা আকর্ষণীয় করে ভিউয়ার্স মাঝে এর বাস্তবতা ফুটে তুলে তা বর্ণনা করা।
ব্লগের পোস্টগুলো ইউনিক আর্টিকেল ও কন্টেন্ট আকারে সাজিয়ে তা গুগলের সার্চিং এর ডিসকভার ভিউতে গুগল সার্চ কন্সোল এর অভারভিউর ড্যাশবোর্ডে নিয়ে আসা।
পেজExperience এর অভারভিউতে Moble ও Moble Usability এর রিপোর্টে GOOD নিয়ে আসা।আবার Falling URLগুলোর পোস্টগুলো আবার সাজিয়ে সুন্দর করে পাবলিশ করা ও ইন্ডেক্স করে নেয়া।