আজ রবিবার সারাদেশে আবহাওয়ার খবর

 

আজ রবিবার সারাদেশে আবহাওয়ার খবর

বাংলাটেকঃবিগত শনিবার সন্ধ্যে  ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার  আবহাওয়ার পূর্বাভাস। 

আংশিক মেঘলা আকাশসহ  সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে।তবে মধ্যরাত  থেকে রবিবার সকাল পর্যন্ত মাঝারি ও ঘন কুয়াশা পরতে পারে।দেশের কোথাও কোথাও আজ  রবিবার দুপুর পর্যন্ত  চলমান থাকবে। 

ফরিদপুর,মাদারিপুর,কিশোরগঞ্জ,দিনাজপুর,নীলফামারি,পঞ্চগড়,যশোর,চুয়াডাঙ্গা,কুষ্টিয়া,সতক্ষীরা ও বরিশাল  জেলা  সহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

সারাদেশে রাত ও দিনের  তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।দিন ও রাতের  তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় সারাদেশে মাঝারি থেকে তীব্র   শীতের  অনুভূতি থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর,ঢাকা। 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url